প্রতিষ্ঠানের ইতিহাস
০৮/০৮/১৯৩১ইং সনে সালদিগা নিবাসী, সমাজ সেবক, ধর্মীয় শিক্ষানুরাগী, শ্রদ্ধাভাজন মরহুম মৌলভী ছিদ্দেক আলী সাহেব ৯৩৫নং একখানা ওয়াক্ফনামা রেজিষ্টারী করেন। ওয়াক্ফ সম্পত্তি হইতে দেড়হাল জমি, মাদরাসা, মক্তব, গৃহ, পাঠশালা ইত্যাদির জন্য এই মর্মে নির্ধারণ করেন যে, প্রয়োজনে মুতাওয়াল্লী আরোও দিতে বাধ্য থাকবেন। নওমুসলিম রায় মাওলানা সাহেবের ওয়াজ নছিহতে সুজানগর ইউনিয়নবাসী ধর্মীয় শিক্ষার প্রয়োজনীয়তার অনুভূতিতে অনুপ্রাণিত হয়ে ছিদ্দেক আলী ওয়াক্ফ এষ্টেটের তদানিন্তন মুতাওয়াল্লী মরহুম আব্দুর রকিব সাহেবের অনুমতি ক্রমে অত্র এষ্টেটের ভুমিতে ওয়াক্ফ এষ্টেটের মরহুম মুতাওয়াল্লী জনাব মহিবুল ইসলাম কে নিয়া চাঁদা উত্তোলন করতঃ ১৯৬৬ইং মোতাঃ ১৩৭২বাং, ১৩৮৭হি. ক্বওমী মাদরাসা স্থাপন করেন। ঐ সময়ে মাদরাসার পরিচালনার জন্য বিভিন্ন দাতা কর্তৃকও বহু কৃষি
বিস্তারিত...